কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় - কিভাবে ফেসবুকে টাকা ইনকাম করে
কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় এই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এবং তথ্য থাকছে আজকের আমাদের এই আর্টিকেলের মধ্যে। সাথে সাথেই আর্টিকেলটি পুরোটা পড়লে ফেসবুক মনিটাইজেশনে যে সকল শর্ত রয়েছে তা সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন।
বর্তমান সময়ের ফেসবুক থেকে ভাল পরিমানে টাকা ইনকাম করা যাচ্ছে। তাই আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে পড়তে থাকুন। যাতে আপনি কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
পেজ সূচিপত্রঃ কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায়
- কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায়
- ফেসবুকে মনিটাইজেশন শর্ত
- ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
- ফেসবুক পেজ খুলে কিভাবে টাকা ইনকাম করবেন
- কত ভিউ হলে টাকা পাওয়া যায়
- ফেসবুক পেজে কত ফলোয়ার হলে ইনকাম করা যায়
- কত টাকা ইনকাম করা যায় ফেসবুকের ভিডিও থেকে
- ফেসবুক গ্রুপ ব্যবহার করে অনলাইনে আয় করার কৌশল
- ফেসবুক পেজ গ্রো করার টিপস ও সহজ উপায়
- লেখকের শেষ মন্তব্য
কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায়
বর্তমান সময়ে অনলাইনে ঘরে বসে থেকে ইনকাম করা খুব সহজ হয়ে গেছে। বিভিন্ন রকম
উপায়ে বা বিভিন্ন রকম সাইডে আপনি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে
পারবেন। বর্তমানে অনলাইনে ইনকামের সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হল ফেসবুক।
অনেকেই এখন পর্যন্ত জানে না ফেসবুক থেকে ইনকাম করা যায়। অনেকেই ভাবেন ফেসবুক
শুধু যোগাযোগের একটি মাধ্যম। আপনি যদি ভেবে থাকেন তাহলে ভুল ধারণার মধ্যে
রয়েছেন। তাই আজকের এই আর্টিকেলতে পড়ে আপনারা জানতে পারবেন কিভাবে ফেসবুকে
প্রতিদিন $500 আয় করা যায়। প্রথমত আপনি যদি ফেসবুক চালান তাহলে আপনাদের
জানতে হবে ফেসবুক মনিটাইজেশন কিভাবে করে।
ফেসবুক থেকে ইনকামের প্রধান উপায় হল ভিডিও মনিটাইজেশন করা অর্থাৎ ইনস্ট্রিম
এড রান করা। রিলস বোনাস প্রোগ্রাম, স্পন্সার শিপ, এবং ব্র্যান্ড ডিল এফিলিয়াট
মার্কেটিং সহ নিজস্ব কোন পণ্য সার্ভিস দিয়ে বিক্রি করা। যারা জানে
না কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় তাদের জন্য আমার পরামর্শ
হলো একটি স্পষ্ট ভালো নিস বেছে নেওয়া। আপনি যদি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে
আপনাকে প্রতিদিন ফানি ভিডিও ইসলামিক কনটেন্ট ব্লগিং ফুড ব্লগিং হেলথ টিপস ইত্যাদি
সহ আরো অন্যান্য রকম ট্রিকস এন্ড চিপসের ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন। এরপরে
আপনি যদি একটু প্রফেশনাল ফেসবুক পেজ খুলে নেন এবং তাতে নিয়মিত মানসম্মত আকারে
ভিডিও কনটেন্ট আপলোড করতে পারেন তাহলে আপনার ফেসবুকের রিচ বাড়তে থাকবে।
ভিডিও বানানোর ক্ষেত্রে সব সময় মনে রাখবেন ভিডিও দৈর্ঘ্য যেন তিন মিনিটের বেশি
হয়। এমন টপিকে আপনাকে ভিডিও বানাতে হবে যাতে ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখতে চাই।
এমন কিছু টপিক আপনি বেছে নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন। পেজ খোলার পরে
নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন তাতে করে আপনার পেজটি যদি ১০ হাজার ফলোয়ার
অতিক্রম করে এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম পূরণ হয় তাহলে আপনি স্ট্রিম এড চালু
করতে পারবেন। স্ট্রিম অ্যাড চালু করা মানে ফেসবুকের প্রধান মনিটাইজেশন অন করা।
যেখান থেকে আপনি প্রতি .১০০০ হাজার ভিউ তে ১ থেকে ৫ডলার পর্যন্ত ইনকাম করতে
পারবেন। তবে ফেসবুকে প্রতিদিন $500 আপনি যদি আয় করতে চান তাহলে আপনাকে
নিশ্চিত করতে হবে আপনার কনটেন্টের ধরন অনুযায়ী।
আরো পড়ুনঃ ১০ হাজার টাকায় ২৫টি বেবসার আইডিয়া
এমনকি আপনাকে শুধু ফেসবুকের এডসেন্সের উপর নির্ভর করলে চলবে না আপনাকে অনেক রকম
ইনকামের সোর্স রাখতে হবে। যেমন ধরুন আপনি আর যদি এফিলিয়েট মার্কেটিং এর
ওয়েবসাইট থাকে তাহলে আপনি ফেসবুক ভিডিওর মাধ্যমে সেই এফিলিয়েট মার্কেটে লিংকটি
দিয়ে দিলেন তাতে কেউ যদি ক্লিক করে তাহলে আপনি তার থেকে কমিশন পেতে থাকবেন। আবার
আপনি যদি কারো স্পন্সর হিসেবে কাজ করেন তাহলে এটি হয়ে যাবে আপনার ইনকামের একটি
বড় উৎস। সংক্ষিপ্ত আকারে বলতে গেলেন যারা জানেনা কিভাবে ফেসবুকে প্রতিদিন $500
আয় করা যায় তাদের জন্য ইনকামের সেরা ফেসবুকের সঠিক কন্টাক্ট ব্যবহার করা।
ফেসবুকে মনিটাইজেশন শর্ত
বর্তমান সময়ে অনেকেই আছেন যারা প্রতিনিয়ত ইনকামের আশায় ফেসবুকে ভিডিও আপলোড
করেন তবে সেখান থেকে আপনার কোনো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন না। কারণ আপনাদের
মধ্যে হয়তো কেউই বা ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে জানে না। ফেসবুক থেকে ইনকাম করার
জন্য ফেসবুক ক্রিকেটাররা কিছু শর্ত আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। আপনি
যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে তাদের কিছু শর্ত অবশ্যই মানা উচিত। তাদের
প্রথম শর্ত হলো ফেসবুক অথবা ফেসবুক পেজে সর্বনিম্ন দশ হাজার ফলোয়ার
থাকতে হবে। এরপরে আপনি বিগত ৬০ দিনে যা যা পোস্ট করেছেন সেই ভিডিও থেকে
কমপক্ষে ৬০০.০০০ ওয়াচ টাইম অর্থাৎ ভিউ থাকতে হবে।
এরপরে আপনি যে ভিডিওগুলো করবেন বা আপলোড করবেন সেই ভিডিওগুলো মানসম্মত এবং তাদের
কমিউনিটি গাইডলাইট মেনে করতে হবে।অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কোনরকম ভাইলেন্স
কপিরাইট এবং হেটি স্পিচ কোন কথা থাকা যাবে না। এই শর্তগুলো মেনে আপনি যদি ভিডিও
আপলোড করেন তাহলে আপনার ফেসবুক পেজে মেইনলি স্ট্রিম অ্যাড এপ্রুভ হয়ে যাবে।
অর্থাৎ রিলস মনিটাইজেশন করতে সক্ষম হবেন। এরপর আপনি খুব সহজেই আপনি আপনার ফেসবুক
পেজটি দেখতে পারবেন যে মনিটাইজেশনের জন্য পেজটি উপযুক্ত হয়েছে কিনা তা দেখবেন
ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে। যদি না হয় তাহলে আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে
তাও জানিয়ে দেয়ার চেষ্টা করব।
কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় এবং ফেসবুক মনিটাইজেশন শর্ত বুঝে আপনি
যদি কাজ করেন তাহলে খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আপনার পেইজে যদি
সাসপেন্ড হওয়া বা কপিরাইটের কোন ঝুঁকি থাকে বা ইনকাম বন্ধ হওয়ার কোন ঝুঁকি থাকে
এই নিয়মগুলো মেনে চললে সেগুলো কমে যাবে। সাথে সাথে আপনি সফল হবে ইনকাম করতে
চাইলে আপনাকে এই শর্তগুলো ভালোভাবে জেনে কাজ শুরু করা উচিত।
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
ফেসবুক থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনার ফলোয়ারের সংখ্যা খুবই
গুরুত্বপূর্ণ। তবে অনেকেই একটি কাজ ভুল করে থাকেন সেটি হল মনে করেন যে ফেসবুকে
ফলোয়ার বাড়লেই ইনকাম করা যায়। আসলে আপনার ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে। প্রশ্ন
হল? ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়? আপনি যদি ফেসবুকে ইনস্ট্রিম অ্যাড
চালু করতে চান তাহলে আপনার ফেসবুক পেজে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। তবে
১০০০০ হাজার ফলোয়ার থাকলেই হবে না তাদেরকে একটিভ থাকতে হবে অর্থাৎ আপনার পোস্ট
করা ভিডিও গুলো দেখতে হবে।
একটিভ থাকতে হবে তার মানে আপনি যে পোস্টগুলো বা ভিডিও গুলো আপলোড করবেন সেই
ভিডিওগুলো দেখা এবং লাইক কমেন্ট শেয়ার করা যাতে আপনার ভিউ বাড়ে। আপনার ফেসবুক
পেজটি যদি এনগেজ না করতে থাকে তাহলে ফেসবুক পেজে নো রিচ দেখাতে পারে। তখন আপনার
ফেসবুকে ভিডিও থেকে ভিউ কম আসে এবং ইনকাম অনেকটা কমে যায়। আমার আইডিয়া অনুযায়ী
আপনি যদি শুধু ফেসবুকে ফলোয়ার টাইপ সংখ্যায় বেশি বাড়ান তাহলে কোন রকম লাভ হবে
না। আপনাকে মানসম্পন্ন এবং টার্গেটেড ফলোয়ার বানাতে হবে যাতে আপনার ভিডিও ছাড়ার
সাথে সাথে তারা দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে। কিভাবে ফেসবুকে
প্রতিদিন $500 আয় করা যায়।
বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যেটি আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে
যদি ইনস্পন্সর কনটেন্ট বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে ছোটখাটো
ব্র্যান্ড থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার ফেসবুক বা ফেসবুক
পেজে পাঁচ থেকে দশ হাজার ফল থাকে তাহলে এই ইনকাম করতে পারবেন। তবে ফেসবুক থেকে
ইনকাম করতে চাইলে 10000 ফলোয়ার বাধ্যতামূলক। তবে ফলোয়ার গুলো মানসম্মত এবং
তাদের থেকে এনগেজমেন্ট পাওয়া খুবই জরুরী।
ফেসবুক পেজ খুলে কিভাবে টাকা ইনকাম
ফেসবুক পেজ খুলে কিভাবে টাকা ইনকাম করব সচরাচর সবচেয়ে সাধারণ জনপ্রিয় এই
প্রশ্নটি করে থাকেন নতুনরা। আপনার এই প্রশ্নের উত্তরটি ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার
চেষ্টা করব। প্রথমে আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে। তারপর আপনাকে জনপ্রিয়
একটি টপিক নির্বাচন করতে হবে যে বিষয়ে আপনি প্রতিনিয়ত কনটেন্ট তৈরি করতে পারবেন
এবং সেগুলো ফেসবুকে আপলোড করতে পারবেন। তবে টপিকটি ভালো মানের হতে হবে যেমন
ইসলামিক আলোচনা, ভিডিও এডিটিং, স্বাস্থ্য ও চিকিৎসা, রান্নাবান্না ইত্যাদি এমন
টপিক বেছে নিয়ে আপনাকে ফেসবুকে পেজ খুলতে হবে। প্রতিদিন নিয়মিত ভাবে এই ফেসবুক
পেজে দুইটি করে কনটেন্ট আপলোড করতে হবে।
কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় সে সম্পর্কে ভালোভাবে ধারণা রেখে
প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। এতে করে আপনার ফলোয়ার বাড়বে এবং পেজের রিচ
বেড়ে যাবে। এরপরে ধাপ হল আপনাকে মনিটাইজেশন অন করতে হবে। এর জন্য ফেসবুক
কমিউনিটি কিছু শর্ত দিয়ে রাখে। যেসব সত্যগুলো আপনাকে ফিলাপ করতে হবে। যেসব শর্ত
ফিলাপ করতে হবে তা উপরে আলোচনা করা হয়েছে। এরপর আপনি ইনস্ট্রিম এড
চালু করতে পারবেন এ থেকে আপনি আর্টিকেল অ্যাফিলিয়েটলিংক বা যেকোনো পণ্যের
প্রমোশন করে ইনকাম শুরু করতে পারবেন। সকল বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ফেসবুক
পেজের মধ্যে কাজ করতে হবে।
এরপর আপনার পেজটি যখন নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার ও ভিউ চলে আসবে তখন আপনি বড় বড়
ব্র্যান্ডের থেকেও স্পন্সর শিপ পেতে পারেন। যা থেকে আপনি প্রতিদিন facebook থেকে
$500 টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এর
পিছনে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করা এবং কিছু স্মার্ট
কৌশল জানলে আপনি এ থেকে ভাল পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুকে কত ভিউ হলে কত টাকা পাওয়া যায়
আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে ফেসবুকে ভিডিও ছাড়ার পর ভাইরাল হলেই ইনকাম করা
যায়। আসলে তা কিন্তু নয়। প্রথমত আপনাকে জানতে হবে ফেসবুকে কত ভিউহলে কত টাকা
পাবেন। সাধারণ সময়ে ফেসবুকে ভিডিও পোস্টে ১০০০ ভিউতে এক থেকে পাঁচ ডলার পর্যন্ত
দিয়ে থাকে। তবে এটি নির্ভর করবে তিনটি বিষয়ের উপর। কিভাবে ফেসবুকে প্রতিদিন
$500 আয় করা যায়।
- আপনার ভিডিও কোন দেশ থেকে বেশি দেখা হচ্ছে
- ওয়াচ টাইম অর্থাৎ ভিডিও মানুষ কতক্ষণ দেখছেন
- আপনি আপনার ভিডিওতে instram অ্যাড ব্যবহার করছেন কিনা
যদি আপনার ভিডিওটি ইউএস আমেরিকা কানাডা ইত্যাদি দেশ থেকে বেশি পরিমাণে দেখেন
তাহলে আপনি থেকে পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ১০০০ ভিউতে। তবে
যদি ভারত বা বাংলাদেশ থেকে বেশি ভিউ আসে তাহলে আপনার ইনকাম অনেকটা কম হতে পারে।
আরেকটা বিষয় ভালোভাবে দেখতে হবে যে আপনার ভিডিওটিতে ভিউয়ের পরিবর্তে দর্শক
কতক্ষণ দেখছে তা ভালোভাবে দেখে রাখতে হবে। ভিডিওতে দর্শকরা যতক্ষণ থাকবে আপনার
রিস বাড়বে এবং এ থেকে ইনকাম অনেকটা বেড়ে যাবে।
কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় সে সম্পর্কে ধারণা রেখে প্রতিদিন
তিন মিনিটের ভিডিও আপলোড করা উচিত। বর্তমান সময়ে দর্শকেরা 10 সেকেন্ডের মত ভিডিও
দেখে স্ক্রল করে দেয়। যাতে আপনার পেজ থেকে ইনকামের প্রভাব অনেকটা কমে যায়। যারা
জানতে চান ফেসবুক থেকে কত ভিউ হলে কত টাকা পাওয়া যায় তাদের উদ্দেশ্যে একটা কথাই
বলবো ভিডিও বানানোর সময় ভিউ দেখা যাবে না। ভিডিওর মান এবং অডিয়েন্স টার্গেট করে
ভিডিও বানাতে হবে। যাতে ভিউয়ার্সরা ভিডিওটি অনেকক্ষণ বা শেষ পর্যন্ত দেখে।
ফেসবুক পেজে কত ফলোয়ার হলে ইনকাম করা যায়
ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে আপনার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা অত্যন্ত জরুরী।
অনেকেই প্রশ্ন করে থাকেন ফেসবুক পেইজে কত ফলোয়ার হলে টাকা ইনকাম করতে পারব। এই
প্রশ্নের উত্তরটি নির্ভর করে আপনার উপর আপনি কিভাবে ইনকাম করতে চান এই ফেসবুক পেজ
থেকে। যদি শুধু অ্যাড চালু করে ইনকাম করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে কমপক্ষে
10000 ফলোয়ার এব.৬০০.০০০ মিনিট। এই শর্তটি ফেসবুক কমিউনিটি দিয়ে
রেখেছেন।
কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় এ বিষয়ে আপনাকে জানতে হবে। তবে
শুধু ওয়াশটাইম এবং ফলোয়ার রাখলেই ইনকাম হবে না ফলোয়ারদের এনগেজমেন্ট এবং তাদের
ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করাও খুবই জরুরী। তারা যেন প্রতিদিন আপনার
ভিডিওগুলো দেখতে থাকে এবং সেগুলো লাইক কমেন্ট করে সেদিকে খেয়াল রেখে আপনার
ভিডিওগুলো তৈরি করতে হবে। যদি আপনি স্পন্সারশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং
করেন তাহলে আপনার ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার হলেই হবে। তাতে আপনি ছোটখাটো
ব্র্যান্ড স্পন্সার শিফট করতে পারবেন। ফেসবুক পেজে যত ফলোয়ার থাকবে তত বড়
স্পন্সারশিপ আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে।
আরো পড়ুনঃ দিনে ৫০০ টকা ইনকাম করার apss 2024
আর আপনি যদি আপনার ফেসবুক পেজ দিয়ে পণ্য বা সার্ভিস বিক্রি করতে চান সে ক্ষেত্রে
দুই হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত একটিভ থাকলেই হবে। এ থেকে ভালো ইনকাম আপনি
করতে পারবেন। যারা ভাবছেন যে ফেসবুক পেজে কত ফলার হলে কত টাকা ইনকাম করা
যায় তাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটি কথাই বলবো সেটি হলো আপনি যদি ইনক্রিমেন্ট
চালাতে চান তাহলে ১০০০০ ফলোয়ার লাগবে ইনকামের জন্য অ্যাক্টিভ ফলোয়ার লাগবে ৫০০০
তাহলে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন।
ফেসবুক ভিডিও থেকে কত টাকা ইনকাম করা যায়
বর্তমান সময়ে আমাদের এই ডিজিটাল যুগে ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা শুধু বেড়েই
চলেছে। কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায় এ সম্পর্কে আপনি যদি
জানেন তাহলে আর কিছু দরকার হবে না। বর্তমান সময়ে মানুষ ফেসবুকের ভিডিওর মাধ্যমে
লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ফলে একটি প্রশ্ন প্রায় শোনা যায় ফেসবুকের ভিডিও
থেকে কত টাকা ইনকাম করা যায়। এই প্রশ্নের উত্তরটি নির্ভর করে কয়েকটি বিষয়ের
উপর। যেমন আপনার ভিডিও কত বড় দর্শক সংখ্যা কত দেখছে এবং দর্শকের লোকেশন বা স্থান
এবং আপনি কেমন ধরনের মনিটাইজেশন ব্যবহার করছেন এ সকল বিষয় নির্বাচন করে
দেখলে বোঝা যাবে ফেসবুক ভিডিও থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান
সময়ে প্রতি ভিডিওতে যদি ভিউ করে ১০০০ তাহলে আয় হবে ১ থেকে ৫ ডলার পর্যন্ত।
তবে আপনার ভিডিও যদি বাহিরের রাষ্ট্রের মানুষ বেশি দেখে অর্থাৎ ইউ এস ইউকে
কানেদার মত দেশগুলো থেকে বেশি ভিউ পান তাহলে আপনার ফেসবুকের সিপিএম বেড়ে গিয়ে
এক হাজার ভিউতে ৮ থেকে ১৫ ডলার পর্যন্ত হতে পারে। আপনি যদি কোন রকম ব্র্যান্ডের
প্রমোশন করেন যেমন এফিলিয়েট মার্কেটিং ব্র্যান্ড স্পনসারশি এমনকি যে কোন
পণ্যের প্রমোশন করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। যেমন ধরেন আপনি
প্রতিদিন তিন মিনিটের একটি ভিডিও আপলোড করেন সেটি ৫০ হাজার প্লাস ভিউ পায় তাহলে
একদিনে আপনি ১০০ ডলার পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন।
নিয়মিত আপনি যদি এভাবে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে মাস শেষে আপনার
আয় $৩০০০ থেকে $5০০০ ডলার পর্যন্ত হতে পারে। যারা এমন প্রশ্ন করেন যে
ফেসবুক ভিডিও থেকে কত টাকা ইনকাম করা যায় তাদের জন্য প্রয়োজন হবে আইনির্ভর করবে
আপনার ভিডিও ধরন এবং কনটেন্ট এর মান অনুযায়ী। আপনার ভিডিওতে দর্শকের রিস এবং
অবস্থানের ওপর ভিত্তি করে ইনকাম হবে।
ফেসবুক গ্রুপ ব্যবহার করে অনলাইনে ইনকামের কৌশল
ফেসবুক গ্রুপ শুধুমাত্র বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য নয়। এটি অনলাইনে আয়ের
একটি শক্তিশালী মাধ্যম। সঠিক কৌশল পরিকল্পনা এবং ধৈর্য মেনে চললে প্রতিদিন আয়ের
সুযোগ তৈরি করা সম্ভব হয়। নতুনদের জন্য শুরুতে কিছু ধাপ অনুসরণ করা খুবই
গুরুত্বপূর্ণ।
- নিস বেছে নেওয়াঃ প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট নিস বা নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে হবে। যেমন টেকনোলজি স্বাস্থ্য শিক্ষা বিনোদন বা অনলাইন ইনকাম। নির্দিষ্ট নিস থাকলে গ্রুপে টার্গেট অডিয়েন্স বেশি পাওয়া যায়।
- নিয়মিত মানসম্মত কনটেন্টঃ প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ দিন ভিডিও ছবি টিপস বা তথ্যবহুল যেকোনো পোস্ট করতে হবে। নিয়মিত গ্রুপে নতুন নতুন পোস্ট করলে নতুন ফলোয়ার যারা আছে তারা আকৃষ্ট হবে।
-
অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবহারঃ গ্রুপে যেসব প্রোডাক্ট নিয়ে
কাজ করবেন সেসব প্রোডাক্ট এর লিংক শেয়ার করে কমিশন আয় করা যায়। যেমন
স্বাস্থ্য সম্পর্কিত গ্রুপে ফিটনেস বা ভিটামিন প্রোডাক্ট শেয়ার করে আপনি
কমিশন আকারে ইনকাম করতে পারবে।
-
স্পন্সরশিপ পোস্টঃ যখন গ্রুপে অনেক সদস্য বেশি থাকবে তখন বড় বড়
ব্র্যান্ড আপনার গ্রুপে তাদের প্রোডাক্ট বা সার্ভিস পোস্ট করানোর জন্য আপনার
সাথে যোগাযোগ করবেন। তখন এটি আপনার ইনকামের একটি বড় উৎস হয়ে দাঁড়াবে।
-
নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করাঃ কোর্স বা ই-বুক ডিজিটাল
সার্ভিস প্রচার করতে থাকুন। আপনার গ্রুপে যদি বিশ্বস্ত কোন অডিয়েন্স থাকে
তাহলে সেটি অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন।
-
এনগেজ বাড়ানোঃ আপনার গ্রুপে যত ফলোয়ার আছে তারা যদি কমেন্ট করে
সে কমেন্টগুলোর রিপ্লাই করুন। তাদের যদি কোন রকম প্রশ্ন থাকে সেগুলোর উত্তর
দিয়ে দিন। অথবা আপনার গ্রুপে পোল বা কুইজ টেস্টের লাইভ সেশন আয়োজন করুন। যত
বেশি এংগেজমেন্ট বাড়বে তত বড় গ্রুপ হবে।
-
ট্রেন্ডিং বিষয়ে ব্যবহার করুনঃ বর্তমান সময়ে যেসব জিনিস বেশি
ট্রেনিংয়ে আছে সেসব নিয়ে গ্রুপে পোস্ট করুন। যেমন হট নিউজ ভাইরাল চ্যালেঞ্জ
বা জনপ্রিয় টপিক এগুলো বিষয়ে গ্রুপে পোস্ট করলে দ্রুত নতুন সদস্যরা ঢেউ
করে। তবে আপনাকে এটুকু মনে রাখতে হবে ফেসবুকে নীতিমালা যেগুলো আছে সেগুলো
মেনে চলা।
-
ধৈর্য ও ধারাবাহিকতাঃ প্রথম অবস্থায় হয়তো বা আপনি ভালো পরিমাণে
টাকা ইনকাম করতে পারবেন না। আপনি যদি নিয়মিত কনটেন্ট ও এনগেজমেন্ট বাড়াতে
থাকেন তাহলে একসময় আপনার ইনকাম অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ দুই থেকে তিন
মাসের মধ্যে আপনার গ্রুপটির জনপ্রিয় হয়ে যাবে এবং আয়ের সুযোগ স্থায়ীভাবে
হয়ে উঠবে।
তাই ফেসবুক গ্রুপ খুলতে হলে সঠিক নিজ নির্বাচন করা এবং নিয়মিত মানসম্মত
কনটেন্ট পোস্ট করা। তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে ফেসবুকে প্রতিদিন $500
আয় করা যায়। নিয়মিত অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রসার ইস্পন্সরশিপ পোস্ট
সদস্যদের এনগেজমেন্ট এবং ট্রেন্ডিং বিষয়ে ধৈর্য ব্যবহার করে আপনি যদি ভালোভাবে
এই কৌশল গুলো মেনে চলতে পারেন তাহলে আপনার গ্রুপটি প্রতিদিন ইনকাম করার সুযোগ
তৈরি করে দিবে। আশা করি আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।
ফেসবুক পেজ গ্রো করার টিপসের সহজ উপায়
আপনি যদি ফেসবুকে পেজ থেকে ইনকাম করতে চান বা ভিজিটর বাড়াতে চান তাহলে আপনার
জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে পেজে গ্রো বাড়ানো এবং পেজের এনগেজমেন্ট
বাড়ানো। শুধু পেজ খুললেই হবে না নিয়মিত কনটেন্ট সঠিক কৌশল এবং দর্শকের সঙ্গে
সম্পর্ক তৈরি করতে হবে। নতুনদের জন্য নিচের কার্যকারী কৌশল গুলো বিস্তারিতভাবে
আলোচনা করা হলো....
- ফেসবুকে ভিডিও বানানোর জন্য একটি নির্দিষ্ট বিষয় বেছে নিতে হবে যেমন টেকনোলজি স্বাস্থ্য বিনোদন রান্না বা অনলাইন ইনকাম নির্দিষ্ট নিচে কাজ করলে টার্গেট অডিয়েন্স সহজে পাওয়া যায়। এবং ফেসবুক পেজটি তে অনেক ফলোয়ার পাওয়া যায়। যা থেকে আপনার ফেসবুক পেজটি গ্রো হয়ে যাবে এবং ফেসবুকের এংগেজমেন্টও বেড়ে যাবে।
-
নিয়মিত ভালো পোস্ট বা কনটেন্ট আপলোড করা। নিয়মিত ফেসবুকে পোস্ট করলে
ফেসবুক গ্রো হতে থাকে এবং ইনকামের সহজ উপায় বেরিয়ে আসে। প্রতিদিন
নিয়মিত অর্থাৎ প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ দিন ভিডিও বা ছবি আপলোড করতে
হবে। নিয়মিত কনটেন্ট পোস্ট করলে ফেসবুক পেজের ফলোয়ার বেড়ে যাবে এবং
অডিয়েন্সগুলোও ধরে রাখতে সাহায্য করবে।
-
ভিডিও বা কনটেন্ট তৈরি করার সময় সব সময় ফোকাস থাকতে হবে। ফেসবুকের
অ্যালগোরিদম ভিডিও কে বেশি প্রাধান্য দেয় রিল্স লং ভিডিও বা টিউটোরিয়াল
ভিডিও বানিয়ে ফেসবুক পেজে আপলোড করতে থাকবেন।
-
ভিডিও পোস্ট করার সময় ভিডিও থাম্বেল এবং শিরোনাম আকর্ষণীয় করে দিতে হবে।
ভিডিও বা পোস্টে থাম্বেল আকর্ষণীয় হলে ঢেউ বেড়ে যায়। ফেসবুকের ভিডিও
টাইটেলে আপনি এমন কিওয়ার্ড ব্যবহার করবেন যেগুলো আকর্ষণই হয় এবং অডিয়েন্স
দেখতে চায়। যেমন ফেসবুক থেকে আয় করার উপায় ফেসবুক থেকে ডলার আয় করার
উপায়।
-
প্রতিদিন নিয়মিত পোস্ট করলে ফেসবুকে এংগেজমেন্ট বেড়ে যাবে। আপনার ভিডিওতে
যে সকল ফলোয়ার গুলো কমেন্ট করবে সেগুলোর রিপ্লাই দেয়ার চেষ্টা করবেন। আপনার
ফেসবুক পেইডে লাইভে যাওয়ার অপশন আছে আপনি যদি সেখান থেকে একটি কুষ্টের
আয়োজন করেন তাহলে অতি সহজেই দর্শক অংশগ্রহণ করবে এবং তাতে আপনি ফলোয়ারও
পেতে পারেন।
-
গ্রুপ এবং কমিউনিটির ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিও অতি সহজে
ভাইরাল হতে পারবে। যেমন আপনার ভিডিও শেয়ার করে বিভিন্ন রকম ফেসবুক গ্রুপে
দিতে পারেন। যদি আপনি নতুন নতুন ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন তাহলে কিছু
কিছু নতুন ফলোয়ার প্রতিদিন পেয়ে থাকবেন।
-
সব সময় খেয়াল রাখতে হবে কোন বিষয়টি এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই বিষয়ের উপর
ভিডিও বানিয়ে আপলোড করলে অতি সহজেই ফর ইউ তে যাওয়া যায়।
-
স্পন্সারশিপ পোস্ট বা প্রমোশন করার ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ যদি বড় হয়ে
যায় তাহলে বড় বড় স্পন্সার শিপরা আপনাকে সাথে কন্টাক করে তাদের ব্যান্ডের
সঙ্গে কাজ করার সুযোগ করে দিবে।
-
ফেসবুকে ভিডিও ছাড়ার সময় খেয়াল রাখতে হবে আপনি ইনস লাইট ব্যবহার করছেন
কিনা। ইন্সলাইট ব্যবহার করে প্রতিদিন আপনি কোন পোস্টটা বেশি গ্রুপ আছে সব কোন
সময় পোস্ট করলে রিস বেশি হচ্ছে সেসব বিষয় ভালোভাবে জানতে পারবেন। এসব বিষয়
খেয়াল রেখে আপনি যদি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে পারেন তাহলে অতি সহজে
আপনার পেজটি বড় হয়ে যাবে।
-
পেজ খুলে যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে তা কিন্তু নয় ধৈর্য সহকারে পেস্ট্রি
ড্র করতে হবে। আপনার পেজটি গ্রো করার জন্য এক রাত যথেষ্ট নয়। প্রতিদিন
নিয়মিত কাজ মানসম্মত কনটেন্ট এবং দর্শকের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারলে
দুই থেকে তিন মাসের মধ্যে আপনি বর ফলোয়ারের একটি পেজ গড়ে তুলতে পারবেন।
এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে এক সময় আপনার পেজটি
গ্রো হয়ে যাবে এবং পেলে অনেক ফলোয়ার চলে আসবে যা থেকে আপনি বড় বড় কোম্পানির
সাথে যোগ হয়ে কাজ করতে পারবেন।
লেখকের শেষ মন্তব্য
আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকে
প্রতিদিন $500 আয় করা যায়। কিভাবে ফেসবুক থেকে ইনকাম শুরু করবেন এবং
কিভাবে ফেসবুক পেজ থেকেও ইনকাম শুরু করবেন সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা
হয়েছে আজকের এই আর্টিকেলের মধ্যে। আপনি যদি এই আর্টিকেলটি পুরোটা পড়েন
তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে ফেসবুক থেকে
ইনকাম সহযোগী করতে পারবেন এ সকল বিষয়ে আপনি বুঝতে পেরেছেন.
আর্টিকেলের উপরোক্ত বিষয়ে পড়ার পর আপনার কাছে যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই
কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আর্টিকেল এর মধ্যে কোন লেখা ভুল থাকে বা ভুল
পরামর্শ দিয়ে থাকে তাহলে ভুল শোধরানোর জন্য কমেন্টে অবশ্যই জানাবেন। এই
আর্টিকেলটি পরে যদি আপনার কোন রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পরিচিতদের কাছে
শেয়ার করবেন। যাতে তারা এ সকল বিষয়ে জানতে পারে।
এডভেঞ্চার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url